বান্দরবন জেলায় ডাক বিভাগের বিভাগীয় কার্যালয়টি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বান্দরবান পোস্টাল বিভাগ নামে পরিচিত। কার্যালয়টি বান্দরবান সদরের ৩ নং চিম্বুক রোড সংলগ্ন (থানছি বাস স্টেশন) পোস্টাল কমপ্লেক্সে অবস্থিত।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বান্দরবান বিভাগ কার্যালয়টি মূলত একটি প্রশাসনিক অফিস। এই অফিসের অধীনে চট্টগ্রাম জেলার তিনটি উপজেলা (সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়া), বান্দরবান জেলা ও কক্সবাজার জেলার সকল পোস্টঅফিসসমূহ অন্তর্ভুক্ত। বান্দরবান বিভাগের আওতাভুক্ত এলাকায় একটি “এ” গ্রেড প্রধান ডাকঘর (বান্দরবান প্রধান ডাকঘর) ও একটি “বি” গ্রেড প্রধান ডাকঘর (কক্সবাজার প্রধান ডাকঘর) সহ মোট ১৬১ টি অফিস অন্তর্ভুক্ত। এই অফিসের প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল। এটি বিসিএস (ডাক) ক্যাডারের ৬ষ্ঠ গ্রেডের (জাতীয় বেত স্কেল, ২০১৫) একটি পদ।
বান্দরবান প্রধান ডাকঘর ও কক্সবাজার প্রধান ডাকঘর মূলত অপারেশনাল অফিস। বান্দরবান প্রধান ডাকঘরের মাধ্যমে বান্দরবান জেলার সকল ডাকঘর (নাইক্ষংছড়ি উপজেলা ব্যতিত) ও চট্টগ্রাম জেলার তিনটি উপজেলার (সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়া) এবং কক্সবাজার প্রধান ডাকঘরের মাধ্যমে কক্সবাজার জেলার সকল ডাকঘর ও বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার সকল ডাকঘরের আর্থিক কাজ নিয়ন্ত্রণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস